আমার কিছু কথা

আমার কিছু কথা-

আমার চেনা পরিচিত মানুষের ভিড়ে মিশে থাকা আরো অনেক অখ্যাত, অজ্ঞাত মানুষ এবং অপরিচিত মানুষ আমার কাছে এসেছেন, তাদের হাতের উষ্ণ স্পর্শ আমাকে মানসিক শক্তি জুগিয়েছে, আমার এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। তাদের মন ছুঁয়ে যাওয়া হাসি আমাকে বুঝিয়েছে আমার ভাবনা সঠিক পথে এগোচ্ছে। সেই সমস্ত মানুষের প্রতি আমি বড় কৃতজ্ঞ। এই মুহূর্তে কয়েকজন মানুষের কথা বড় জানাতে ইচ্ছে করছে আমার। প্রথমেই যে মানুষটির কথা বলতে ইচ্ছে করছে সে হলো সঞ্জীব কুমার সিনহা। জীবনের কিছু কথা যেমন ভোলা যায় না, তেমনি ভোলা যায় না সত্তরোর্ধ্ব চির যুবক ডঃ এস. এন. প্রসাদের কথা। কলমের ডগায় যার নামটা এই মুহূর্তে চলে আসছে সে হলো সুকান্ত রঞ্জন পাল। আমার সেই অকৃত্রিম বন্ধু, যাকে সব সময় আমি পাশে পাই। একেবারে শেষে সেই মানুষটির নাম আমি উল্লেখ করছি, যার ভালোবাসা মাখানো ধীর, শান্ত উপস্থিতি আমাকে প্রতিমুহূর্তে বুঝিয়ে দেয় প্রকৃত সাথী বলতে কাকে বোঝায়। তিনি অতনু কুমার দাস। এরা সবাই আমার বড় কাছের মানুষ।


কৃতজ্ঞতা স্বীকার

 

এই বইটি ক্রয়ের মাধ্যমে পৃথিবীর জন্যে কিছু করতে চাওয়ার


উদ্যোগে আপনিও সামিল হলেন।